Vetorta Jalay Gela lyrics by Samz Vai - Bangla New Song 2020


Vetorta Jalay Gela lyrics by Samz Vai - Bangla New Song 2020
Vetorta Jalay Gela lyrics by Samz Vai - Bangla New Song 2020


Vetorta Jalay Gela lyrics by Samz Vai - Bangla New Song 2020


Vetorta Jalay Gela ( ভেতরটা জ্বালায় গেলা ) By  Samz Vai ( সময ভাই ) .   Lyrics & Tune By Samz Vai ( সময ভাই ).Director: Eagle Team (ঈগল টীম ). Hope Our All Music Lovers Love This Bangla Song 2020. 


Vetorta Jalay Gela lyrics More Details :


Song: Vetorta Jalay Gela ( ভেতরটা জ্বালায় গেলা ) Singer: Samz Vai ( সময ভাই ) Lyrics & Tune: Samz Vai Music: Tanzil Hasan ( তানজিল হাসান ) Cast: Tarek Tanz, Kashfia Munni ( তারেক তাঁজ , কাশফিয়া মুন্নি ) DoP: Polin Zahid ( পলিন জাহিদ ) Edit & Color: Bappi ( বাপ্পি ) Story: Eagle Team ( ঈগল টীম ) Label: Eagle Music Directed by Eagle Team


আরো পড়ুন:   Tumi Na Janile song lyrics By F A Sumon - Bangla New Song 2020



Vetorta Jalay Gela-ভেতরটা জ্বালায় গেলা -বাংলা লিরিক্স  :


তুমি নামে কেউ ডাকে না,তুমি নামে কেউ আসে না
তুমি নামে কেউ ডাকে না,তুমি নামে চিঠি আসে না।

এখনতো মাঝ রাতে ঘুমের ঘোরে,আমিও তো চমকে যাই,
এক গ্লাস সপ্ন ভাঙ্গা হাতে নিয়ে
আমি ডুব জলে সাঁতরে বেড়াই।

আমার ভেতরটা জ্বালায় গেলা,মনতো তুমি দিলানা
তোমার প্রেমে পইড়া সব হারাইলাম
তুমি বন্ধু ভালো না।

কলিজাতেও দাগ লাগাইলাম,তবু তোমায় ভুলি না
কতজনের কত নেশা
আমার তোমার নেশাই কাটে না।।

আমার এত স্বাদের জীবন এখন,আঁধারো অতলে,
যে স্বপ্ন আমি সাজাইছি
এখন কার দখলে?

কাটছে প্রহর, ব্যাথ্যার নগর,ডাকছে যে আমারে,
তুমি ছাড়া মনের অসুখ
কে সারাইতে পারে?

আমার ভেতরটা জ্বালায় গেলা,মনতো তুমি দিলানা,
তোমার প্রেমে পইড়া সব হারাইলাম
তুমি বন্ধু ভালো না।

কলিজাতেও দাগ লাগাইলাম,তবু তোমায় ভুলি না,
কতজনের কত নেশা
আমার তোমার নেশাই কাটে না।।

যা আছে সব দিলাম তোমায়,আর ছিলোনা বাকি,
তবুও ক্যান মায়া লাগাইয়া
দিলা আমায় ফাঁকি?

শত ভিড়ে তোর আদোরে,গন্ধ মাখিয়া,
যায় চলে যায় দিন কি করে
দেখনা আসিয়া।

আমার ভেতরটা জ্বালায় গেলা,মনতো তুমি দিলানা,
তোমার প্রেমে পইড়া সব হারাইলাম
তুমি বন্ধু ভালো না।

কলিজাতেও দাগ লাগাইলাম,তবু তোমায় ভুলি না,
কতজনের কত নেশা
আমার তোমার নেশাই কাটে না।।