Tumi Na Janile song lyrics By F A Sumon |
Tumi Na Janile song lyrics By F A Sumon - Bangla New Song 2020
Tumi Na Janile ( তুমি না জানিলে ) By F A Sumon ( এফ এ সুমন ). Lyrics & Tune By Ibrahim Khalil Ibu ( ইব্রাহিম খলিল ইবু ).Director: Antor Hasan ( অন্তর হাসান ). Hope Our All Music Lovers Love This Bangla Song 2020.
Tumi Na Janile Song Lyrics More Details :
Song: Tumi Na Janile ( তুমি না জানিলে ) Singer: F A Sumon ( এফ এ সুমন ) Lyric: Ibrahim Khalil Ibu ( ইব্রাহিম খলিল ইবু ) Tune & Music: F A Sumon ( এফ এ সুমন ) DOP, Edit & Colour: Antor Hasan ( অন্তর হাসান ) Directed By Antor Hasan ( অন্তর হাসান ) Label : F A Sumon Official ( এফ এ সুমন অফিসিয়াল )
তুমি না জানিলে- Tumi Na Janile- বাংলা গান লিরিক্স :
তুমি না জানিলে কে জানিবে খবর। (২)
তুমি না থাকিলে কে হইবে দোষর
তুমি না জানিলে কে জানিবে খবর।
কে বাঁধিবে ঘর মনের ও সনে
কোথায় পাবো বন্ধু একলা জনোমে। (২)
তুমি না জানিলে কে জানিবে খবর। (২)
তুমি না রাখিলে আমারে বাঁধিয়া
পথে পথে হইবো পাগল ঘুড়িয়া। (২)
যদি না ডাকো আমায় , যদি না থাকো আমায়। (২)
তবে সে মনে ,রবে কোন জনা।
তুমি না জানিলে কে জানিবে খবর। (২)
তুমি না বলে ,কে বলিবে কথা
তোমায় না পাইলে মন রবে যে শুধু একা। (২)
আকাশ কে বলেসি তোমার ফেরার কথা। (২)
থাকবো আমি তোমার পথ ও চেয়ে।
তুমি না জানিলে কে জানিবে খবর। (২)
তুমি না থাকিলে কে হইবে দোষর
তুমি না জানিলে কে জানিবে খবর।
তুমি না জানিলে কে জানিবে খবর। (২)
কে বাঁধিবে ঘর মনের ও সনে
কোথায় পাবো বন্ধু একলা জনোমে। (২)
তুমি না জানিলে কে জানিবে খবর। (২)
0 Comments