Opoman - অপমান-song lyrics By Shiekh Sadi- Bangla song 2020

 

Opoman - অপমান-song lyrics By  Shiekh Sadi- Bangla song 2020
Opoman - অপমান-song lyrics


Opoman - অপমান song lyrics By  Shiekh Sadi- Bangla song 2020


 Opoman  By Shiekh Sadi ( সেখ সাদি ).   Lyrics & Tune By  Shiekh Sadi ( সেখ সাদি ).Direction - Rejaul Raju ( রেজাউল রাজু ).Music: Alvee Al Berunee ( আলভী আল বেরুনী ) .Hope Our All Music Lovers Love This Bangla Song 2020. 


Opoman  - অপমান - More Information :

Singer: Shiekh Sadi ( সেখ সাদি )

Lyrics & Tune: Shiekh Sadi ( সেখ সাদি ) Chorus Lyrics: Kusum Kumari Das ( কুসুম কুমারী দাস ) Music: Alvee Al Berunee ( আলভী আল বেরুনী ) Mix & Master: Alvee Studios ( আলভী স্টুডিওস ) Direction - Rejaul Raju ( রেজাউল রাজু ) DOP: Alamgir Arfan ( আলমগীর আরফান ) Edit: Shamim Hossain ( শামীম হোসাইন )



আরো পড়ুন : Beiman Maiya -বেঈমান মাইয়া-song lyrics


অপমান গান বাংলা লিরিক্স 



সরকারের নাম দোষ সব তুলে 

 কি করসো কাজ দেশের মঙ্গলে 

পরের দিকে দোষ সুরে  হবে নাকো  লাভ 

বিবেক টা জাগাও হয়ে যাবে পাপ। 


চায়ের কাপ হাতে নিয়ে ভাবসো তোমি বেশ 

দেশ টা আমার ধ্বংস হলো সব কিসু শেষ 

বলে রাখি তোমার দায় তুমি আমি সবাই 

সোনার বাংলা গড়বো যদি এক সাথে একাই। 


যুব সমাজ আজ মাদকে আসক্ত 

এই নিয়ে পৃতামাতা খুব বৃভ্ভন্ত 

অসময় এ প্রীণ হারিয়ে রেখেযায় স্মৃতি 

কি করেসে আইন আর কি করলো জাতি 

সুযুগের অভাবে কিসু শিক্ষিত বেকার 

যোগ্যতা খুব একটা সিল না তোমার 

মামা আছে চাচা নেই 

টাকা সারা কাজে নেই , আর কত কাল দিয়ে যাবে অজুহাত। 


আমাদের দেশে হবে সেই সেলে কবে , কোথায় না বড়ো হয়ে কাজে বড়ো  হবে। (২)


নীতি কথা শুনতে ভালো কারো লাগে না 

এই গান এ ভিউজ হয়তো খুব একটা হবে না 

অসহায়ের হাত ধরে মমতা টোকাইনা , জনতা 

নাটক বুজে আবেগ বুজে না। 


অন্যের ত্রতি নিয়ে করছো উপহাস 

মেয়ের সামনে প্রিয় মা টার লাশ 

ফোন হাতে দাঁড়িয়ে কি তু 

কারণ তা তোমি হবে সেই মৃত্যুর 

তোমার ও মা আসে ভুলে গেছো তা

কে দেবে বলো তার নিরাপত্তা 

দায় হবে কে এই পরিস্থিতির 

ভাইরাল খুঁজে খুঁজে তুমি অস্তির। 


ছোট ছোট শিশু বলে বড় বড় কথা 

মুখে আসে দেশ ভিতরটা ফাঁকা 

ভালো মন্দের কোনো নাই বাজ বিচার 

চোখ থাকতে অন্ধ এই কালচার। 


আমাদের দেশে হবে সেই সেলে কবে , কোথায় না বড়ো হয়ে কাজে বড়ো  হবে। (২)



Post a Comment

0 Comments