অবুঝ বালক-Obujh Balok Lyrics By Arfan Ashik - Bangla New Song 2020


Obujh Balok (অবুঝ বালক )  By Arfan Ashik (আরফান আশিক ).   Lyrics & Tune By  Arfan Ashik (আরফান আশিক ). Hope Our All Music Lovers Love This Bangla Song 2020. 



Obujh Balok- More Details:


Song : Obujh Balok (অবুঝ বালক ) Lyric, Tune & Singer: Arfan Ashik (আরফান আশিক )

Music : Akash Mahmud (আকাশ মাহমুদ ) Mix Master : Ashique Mahmud ( আশিক মাহমুদ ) Dop & Color : GMC Sohan ( জি এম সি সোহান )

Edit: GMS Shamim ( জি এম সি শামীম )

Cast : Akash, Anika, Prince, Shakil ( আকাশ ,অনিক ,প্রিন্স ,শাকিল )

Directed By: GMC Sohan ( জি এম সি সোহান )



অবুঝ বালক -Obujh Balok- বাংলা লিরিক্স :




অনেক আদরে সুখের ও চাদরে 

একমুঠো স্বপ্ন জড়ালে বুকে ,

এক জনম নয় হাজারো জনম ধরে 

বলেসিলে থাকবে আমারই পাশে 

কত কালের সেই স্মৃতি গুলো 

কত কালের সেই কথা গুলো। 

আজ কেনো উলোট পালট। 


বালক বালক মেয়ে তোমার প্রেম 

সেই অবুজ বালক। (২)


তুমি  আর আমি এক নিশিতে 

করিতাম গুজন 

চারটি চোখের জলে ,মোরা দুজন 

ভাসিতাম কিসুক্ষন। (২)


কত কালের সেই স্মৃতি গুলো

কত কালের সেই কথা গুলো 

আজ কেনো উলোট পালট। 


বালক বালক মেয়ে তোমার প্রেম 

সেই অবুজ বালক। (২)


মনে কি পরে জিলের পারে 

তোমায় গান শোনাতাম 

স্বপ্ন সিলকিসু ,তুমি সিলে পিসু পিসু 

ওই আকাশে ঘুড়ি ওড়াতাম। (২)


কত কালের সেই স্মৃতি গুলো

কত কালের সেই কথা গুলো 

আজ কেনো উলোট পালট। 


বালক বালক মেয়ে তোমার প্রেম 

সেই অবুজ বালক। (২)