Bhul Sobi Bhul Lyrics by Kumar Sanu :
Bhul Sobi Bhul Song Is Sung by Kumar Sanu. Jiboner Naam Jodi Rakha Hoy Bhul Bengali Song Lyrics From Prem Sanghat Bengali Movie. Actors: Chiranjit Chatterjee, Abhishek, Indrani Haldar, and Others. Music produced by Bapi Lahiri
Song : Bhul Sobi Bhul (ভুল সবই ভুল)
Movie : Prem Sanghat (1995){ প্রেম সংঘট }
Singer : Kumar Sanu ( কুমার সানু )
Music : Bapi Lahiri (বাপ্পি লাহিড়ী)
Director: Shantanu Bhowmik (শান্তনু ভৌমিক)
জীবনের নাম যোদি রাখা হয় ভুল লিরিক্স - কুমার সানু :
জীবনের নাম যোদি রাখা হয় ভুল,
জীবনের নাম যদি রাখা হয় ভুল
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল, ভুল সবই ভুল।
যা কিছু পেয়েছি আমি তা আমার নয়,
যা কিছু পেয়েছি আমি তা আমার নয়
চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানায়
খুঁজে পাওয়া যাবে না তো, হারালো যে কূল
ভুল সবই ভুল।
জীবনের নাম যদি রাখা হয় ভুল
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল, ভুল সবই ভুল।
পাবে না তো খুঁজে কেউ আমার খবর
মনের অনেক নিচে দিয়েছি কবর।
যদি কেউ আসে তবে বোলো আমি নেই,
যদি কেউ আসে তবে বলো আমি নেই
চোখে জল আসবে মনে পড়লেই
ফুটেছে আমার বুকে, ব্যথার বকুল..
ভুল সবই ভুল।
জীবনের নাম যদি রাখা হয় ভুল,
জীবনের নাম যদি রাখা হয় ভুল
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল, ভুল সবই ভুল।
Bhul Sobi Bhul Song Lyrics In Bengali :
Jiboner Nam Jodi Rakha hoy bhul
Jiboner Naam Jodi Rakha hoy bhul
Smiritir Naam tobe bedonar bhul
Bhul Shobi bhul, Bhool Sobi bhool
Ja kichu peyechi ami taa amar noy
Chithi jeno esegeche bhul thikanay
Khuje pawa jabe na to haralo je kuul
Bhul Sobi bhul
Jibaner naam jodi rakha hoy bhul
0 Comments