Tore Vule Jawar Lagi Lyrics by Samz Vai
Tore Vule Jawar Lagi Lyrics Song Is Sung by Samz Vai Bangla Song. Star: Afjal Sujon and Onteora. Music produced by Ankur Mahamud. Tore Vule Jawar Lagi Ami Valobashini Lyrics written by Samz Vai.
- Song: Tore Vule Jawar Lagi ( তোরে ভুলে যাওয়ার লাগি )
- Singer : Samz Vai ( সামজ ভাই)
- Music : Ankur Mahamud (অঙ্কুর মাহমুদ)
- Lyrics & Tune : Samz Vai ( সামজ ভাই)
- Story & Directed by : Eagle Team
- DOP : Rajon Hossain Romm (রাজন হোসেন রোম)
- oroduced by : Kachi Ahmed (কচি আহমেদ)
- Label: Eagle Music
তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি
সব ভেঙ্গে যাবে এভাবে ভাবতে পারিনি।
আজ এই অবেলায় তুমি হীনা কাটেনা সময়
তুমি ময় এ ভুবন,
তোমাকে পেতে চায় কাছে এ মন সারাক্ষণ
কেন বুঝোনা তুমি কত আপন..
এই অবেলায় কার অপেক্ষায়
মন আমার কেঁদে যায়,
আমি কি কিছুই জানি না,
আমি জেনেও কি লাভ
সে বুঝেনা এ অনুরাগ
তারে ভোলা তো যায় না।
তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসি নি
সব ভেঙ্গে যাবে এভাবে ভাবতে পারি নি,
তুই ছাড়া কে বন্ধু হায় বোঝে আমার মন
তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন।
আজ আমার শূন্যতায় আমায় ডাকে বারে বার
আজ তুমি অন্য কারো জানি হবে না আমার,
অতীতের কথা গুলো মনে পড়ে বারে বার
ভয় নেই আজ তোমাকে হারাবার,
আজ আমি বড়ো একা নেই তোমার কোন দেখা
তুমি আছ ভালো আমায় করে দিয়ে একা,
পথের ধারে খুঁজে দেখো পাবে তোমার পাশে
ছায়া হয়ে রবো আমি দেখো তোমার কাছে।
তোমায় নিয়ে গাইব গান ভালবাসার সুরে
আমি আশায় আছি
একদিন আসবে আবার ফিরে
আমার ছিলো কত স্বপ্ন তুমি ভেঙ্গে দিয়েছো
বাস্তবতার দোহাই দিয়ে মনে ব্যাথা দিয়েছ,
তোমার স্মৃতি গুলো কখনও ভুলে যাবার নয়
ওগো তোমায় ছাড়া আমার যে কাটেনা সময়।
তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসি নি
সব ভেঙ্গে যাবে এভাবে ভাবতে পারি নি,
তুই ছাড়া কে বন্ধু হায় বোঝে আমার মন
তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন।
তুই চলেছিস তোর স্রোতের টানে
তাল মিলিয়ে সময়ের নিয়মে,
ভুলে গেছিস অতীতের দিনের কথা..
এখন কি আর আমায় ভাবিস
নিজেকে নিয়ে ব্যাস্ত হয়ে গেছিস,
সুখের ঘুম ঘুমিয়ে আছিস
কার কোলে রেখে মাথা..
কোনদিন হবো না তোর পথের কাঁটা,
চলে যাবো আমিও দূরে…
তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসি নি
সব ভেঙ্গে যাবে এভাবে ভাবতে পারিনি,
তুই ছাড়া কে বন্ধু হায় বোঝে আমার মন
তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন।
0 Comments