Nishiddho Nesha - নিষিদ্ধ নেশা - song Lyrics By Murad Bibagi | Bangla New Song 2020

 

Nishiddho Nesha - নিষিদ্ধ নেশা - song Lyrics By Murad Bibagi | Bangla New Song 2020
Nishiddho Nesha - নিষিদ্ধ নেশা - song Lyrics By Murad Bibagi | Bangla New Song 2020


Nishiddho Nesha - নিষিদ্ধ নেশা - song Lyrics By Murad Bibagi | Bangla New Song 2020:


Nishiddho Nesha ( নিষিদ্ধ নেশা) By Murad Hossain ( মুরাদ হোসাইন ) . Lyrics By Murad Hossain ( মুরাদ হোসাইন ). Tune & Music: Ah Turjo ( এ এইচ তুর্জ ). Production: Samsul Official. Hope Our All Music Lovers Love This Bangla Song Lyrics 2020. 


Nishiddho Nesha - নিষিদ্ধ নেশা - song Lyrics More Details :


Song : Nishiddho Nesha ( নিষিদ্ধ নেশা) Singer: Murad Hossain ( মুরাদ হোসাইন ) Lyrics & Tune: Murad Hossain Music & Mix Master: Ah Turjo ( এ এইচ তুর্জ ) DOP - Edit & Color : Prince Samsul ( প্রিন্স সামসুল ) Production: Samsul Official Label: Samsul Official ( সামসুল অফিসিয়াল )









 নিষিদ্ধ নেশা বাংলা গান লিরিক্স: 







হাত বাড়িয়ে রই ,চাটা একটু হলেই শুয়
নিষিদ্ধ সব নেশা যখন বুক পকেট এ থুই
হাতের ওপরে হাত বার সে গভীর রাত
উড়েয়ে দেয়া ধোয়ার সাথে ওড়ার ভিশন সাদ। (২)

আমি টানে টানে হয় উম্মাত
আমি গিলে গিলে হয় বরবাদ
আমি উড়ে যাবো পুড়ে যাবো
সব শেষে আমি মরে যাবো
যদি নেশার কোনো অপবাদ। (২)

আকাশে জেগে থাকা সব তারা
বসে দেয় আমি পাহারা
তারা গুনে গুনে পাগল টা
হয় খুশিতে আত্ম হারা।

আজ তুমি নেই আর এই মনে
ব্যাথা জমসে গোপনে
কথা দেয়ার সেরা তে হাত
ধরে পালিয়ে সো কার শোনে

তুমি ভুলে গেসো কি গত হওয়া যত
আমাদের শত রাত। (২)

আমি টানে টানে হয় উম্মাত
আমি গিলে গিলে হয় বরবাদ
আমি উড়ে যাবো পুড়ে যাবো
সব শেষে আমি মরে যাবো
যদি নেশার কোনো অপবাদ। (২)

জলের তলে চাঁদ
দেখি অবাক বোকা রাত
কিশু বুজতে না পেরে
করে অন্ধকার গলাট।(২)


আমি টানে টানে হয় উম্মাত
আমি গিলে গিলে হয় বরবাদ
আমি উড়ে যাবো পুড়ে যাবো
সব শেষে আমি মরে যাবো
যদি নেশার কোনো অপবাদ। (২)

হাত বাড়িয়ে রই ,চাটা একটু হলেই শুয়
নিষিদ্ধ সব নেশা যখন বুক পকেট এ থুই
হাতের ওপরে হাত বার সে গভীর রাত
উড়েয়ে দেয়া ধোয়ার সাথে ওড়ার ভিশন সাদ। (২)

আমি টানে টানে হয় উম্মাত
আমি গিলে গিলে হয় বরবাদ
আমি উড়ে যাবো পুড়ে যাবো
সব শেষে আমি মরে যাবো
যদি নেশার কোনো অপবাদ। (২)

Post a Comment

0 Comments