![]() |
Neshar Nouka 2- Song Lyrics BY Gogon Sakib | Bangla New Song 2021 |
Neshar Nouka 2- Song Lyrics BY Gogon Sakib | Bangla New Song 2021:
New Bangla Sad Song Lyrics 2020/2021"Neshar Nouka 2 🔥 নেশার নৌকা ২" By Gogon Sakib, Lyrics & Tune By Gogon Sakib,Music By Jami Ul Hasan.Hope Our All Music Lovers Love This Bangla Song 2020.
Neshar Nouka 2- Song Lyrics More Details:
Song : Neshar Nouka 2 🔥 নেশার নৌকা ২
Singer : Gogon Sakib ( গগন সাকিব )
Lyrics & Tune : Gogon Sakib ( গগন সাকিব )
Music : Jami Ul Hasan ( জামি উল হাসান )
Edit & Color : Prince Samsul ( প্রিন্স সামসুল )
নেশার নৌকা ২ বাংলা গান লিরিক্স :
প্রিয়ার সলোনাতে হায়রে
বুকে কষ্টের ঢেউ
সিলাম নারে আপন তাহার
সিল অন্য কেউ।
প্রিয়ার মিথ্যা ভালোবাসায়
বুকে কষ্টের ঢেউ
সিলাম নারে আপন তাহার
সিল অন্য কেউ। (২)
আশায় আশায় রাইখা প্রিয়া
দিলোরে ধোঁকা
প্রিয়ার নিখুঁত অভিনইয়ে
হইলাম রে বোকা
ওরে প্রতি রাইতে আঁধার বাইয়া
কান্না ঝর্ণা ঝরে
আইজ নেশার নৌকার মাঝি কইরা
হারায় গেল সে।
আশায় আশায় রাইখা প্রিয়া
দিলোরে ধোঁকা
প্রিয়ার নিখুঁত অভিনইয়ে
হইলাম রে বোকা
প্রিয়ার সলোনাতে হায়রে
বুকে কষ্টের ঢেউ
সিলাম নারে আপন তাহার
সিল অন্য কেউ। (২)
নেশার নৌকা বাইরে আমি
নেশার নৌকা বাই
রোজ রাইতেই নেশার নৌকায়
পাল্লা দিতে যাই
ওরে কাটে না রে ,কাটে না রে
কাটে না তার ঘোর
আজই পাড়ার লোকে বলে হায়রে
আমি নেশা খোর।
নেশার নৌকা বাইরে আমি
নেশার নৌকা বাই
রোজ রাইতেই নেশার নৌকায়
পাল্লা দিতে যাই
প্রিয়ার সলোনাতে হায়রে
বুকে কষ্টের ঢেউ
সিলাম নারে আপন তাহার
সিল অন্য কেউ। (২)
0 Comments