আমার মনে যারে চায় সেতো -Amar Mone Jare Chay Se To Song Lyrics In Bengali :
Amar Mone Jare Chay Se To Bojhena Lyrics Song Is Sung by Samz Vai Bangla Song 2020. Starring: Zaher Alvi And Ontora. Music Composed by Ankur Mahamud And Asi Bole Gelo Bondhu Ailo Na Lyrics In Bengali Written by Samz Vai. Ukhozi Music Brings 2020 New Song For Bengali Music Lovers. Proudly Presenting the Official Music Video "Amar Mone Jare Chay Se To Bojhena" Bangla Song Exclusively Only On Eagle Music's Special Music Video Channel "Eagle Music Video Station". Just Enjoy Samz Vai New Song 2020.
আমার মনে যারে চায় সেতো -Amar Mone Jare Chay Se To Song Lyrics In Bengali :
- Song : Amar Mone Jare Chay Se To Bojhena ( আমার মনে যারে চায় সেতো
আমায় বুঝে না) - Singer: Samz Vai (সামজ ভাই)
- Vocal, Lyrics & Tune : Samz Vai (সামজ ভাই)
- Music: Ankur Mahamud (অঙ্কুর মাহমুদ)
- DoP: Rajon Romm (রাজন রোম)
- Edit: Imratul Islam (ইমরাতুল ইসলাম)
- Story: Eagle Team ( (ঈগল টিম ))
- Produced by: Kachi Ahmed (কচি আহমেদ)
- Label: Eagle Music (ঈগল মিউজিক )
- Color: Shamim Hossain (শামীম হোসেন)
- Label: Eagle Music (ঈগল মিউজিক )
- Directed: by Eagle Team (ঈগল টিম )
- Produced: by Kachi Ahmed (কচি আহমেদ)
আমার মনে যারে চায় সেতো Song Lyrics In Bengali :
আমার মনে যারে চায় সেতো
আমায় বুঝে না,
আমারে ছাড়িয়া কার প্রেমে হইলো
দিওয়ানা গো,
আমারে ছাড়িয়া কার প্রেমেতে হইলো দিওয়ানা।
ওরে মন, মন রে, বুঝিসনা কেন হায়
সেতো আর আসবেনা ফিরে,
সেতো সুখ খুঁজে বেড়ায়
নতুন কোনো মানুষেরই মাঝারে।
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না।
বন্ধুর প্রেমে মাতোয়ারা
হইয়া এখন দিশেহারা,
সবই হইলো কুলবন হারা
যাবো গো কোথায়?
আমার মনের এক কিনারায়
কে গো দুঃখের বাঁশি বজায়?
সব আছে মোর তুমি ছাড়া
বাঁচা বড়ো দায়।
দুঃখের সাথি কেউ হইলো না
সুখের মায়ায় পড়ে,
আমি একাই দুঃখের ভাগি
রইলাম একা ঘরে।
ওরে মন, মন রে, বুঝিসনা কেন হায়
সে তো আর আসবে না ফিরে,
সে তো সুখ খুঁজে বেড়ায়
নতুন কোনো মানুষেরই মাঝারে।
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না..
0 Comments