Tumi Bine Pran Bache Na-song Lyrics By Samz Vai | Bengali Song | 2020 |
Tumi Bine Pran Bache Na-song Lyrics By Samz Vai | Bengali Song | 2020 :
Tumi Bine Pran Bache Na By Samz Vai.Lyrics & Tune: Samz Vai.Music: Tanzil Hasan.Directed By: Eagle Team.
Hope Our All Music Lovers Love This Bangla Song 2020.
Tumi Bine Pran Bache Na-song Lyrics More Details:
Song: Tumi Bine Pran Bache Na ( তুমি বীণে প্রাণ বাঁচে না ) Singer: Samz Vai ( সময ভাই ) Lyrics & Tune: Samz Vai Music: Tanzil Hasan ( তানজিল হাসান )
Label: Eagle Music Directed By: Eagle Team ( ঈগল টীম )
তুমি বীণে প্রাণ বাঁচে না বাংলা গান লিরিক্স :
কথা দিয়া এই আমারে
গেলা তুমি পরের ঘরে
এখন কি আর আমায় তোমার
মনে পরে না।
ও পাষান বন্ধুরে
তুমি বীণে প্রাণ বাঁচে না। (২)
বলেসিলে আমায় নিয়ে
বাঁধবে সুখের ঘর
তুমি ঠিকই ঘর বাধিলা
কইরা আমার পর। (২)
এখন সময় পেলে
করো কি আর
আমার ভাবনা।
ও পাষান বন্ধুরে
তুমি বীণে প্রাণ বাঁচে না। (২)
কোন সে অপরাধে
করলে তুমি এমন
তুমি আসো রঙ্গিন সুখে
কান্দে আমার মন
আমার লাগি বন্ধু কি আর
মাইয়া লাগে না।
ও পাষান বন্ধুরে
তুমি বীণে প্রাণ বাঁচে না। (২)
0 Comments